ইমেল

help@daktarcai.com

ফোন

+8809638238494

image
কানের ইনফেকশন

কানের সংক্রমণ চিকিৎসা

কানের ডাক্তার আছেন যিনি কানের রোগ দেখেন এবং চিকিৎসা করেন। যদি কানে কোনো সমস্যা হয়, যেমন ব্যথা, পুজ বের হওয়া বা কম শোনা যায়, তাহলে তিনি তা সারিয়ে তুলতে পারেন।

  • ছোটখাটো কানের রোগের চিকিৎসা করি
  • কানের স্বাস্থ্য নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেই
  • কান পরীক্ষা করি
  • অভিজ্ঞ কানের ডাক্তারের পরামর্শ দেই
  • দরকার হলে কান পরিষ্কার করি ও অন্য পরীক্ষা করি
  • আরও অনেক ধরনের কানের সেবা দেই

1000 +

সফলভাবে চিকিৎসা সম্পন্ন

আমরা ইতিমধ্যে অসংখ্য শিশুর কানের ইনফেকশনের সফল চিকিৎসা সম্পন্ন করেছি।

ওষুধ দিয়ে চিকিৎসা: ৯১% 91%
কান পরিষ্কার করা: ৮৪% 84%
ছোট অপারেশন: ৭৫% 75%
টিপস ও তথ্য

ডাক্তারচাইয়ের স্বাস্থ্য পরামর্শ - শিশুর কানের যত্ন

ডাক্তারচাইয়ের বিশেষ পরামর্শ: ✔️ নিয়মিত কান পরিষ্কার করুন – কটন বাড ব্যবহার এড়িয়ে নরম কাপড় দিয়ে শুধু বাইরের অংশ পরিষ্কার করুন ✔️ স্নানের সময় সতর্ক থাকুন – কানে পানি ঢুকলে মাথা কাত করে পানি বের করে দিন ✔️ ঠান্ডা-সর্দি থেকে সাবধান – ফ্লু বা অ্যালার্জি দ্রুত চিকিৎসা করান ✔️ ধূমপানের সংস্পর্শ এড়িয়ে চলুন – পরোক্ষ ধূমপান কানের জন্য ক্ষতিকর ✔️ শিশুর কানে ব্যথা বা অস্বস্তি দেখা দিলে – দেরি না করে ডাক্তার দেখান কানের ইনফেকশনের লক্ষণ: কানে টান টান ব্যথা জ্বর বা অবসাদ কান থেকে তরল নিঃসরণ শ্রবণশক্তি কমে যাওয়া ডাক্তারচাইয়ের শিশু বিশেষজ্ঞরা আধুনিক পদ্ধতিতে কানের সমস্যার চিকিৎসা দিয়ে থাকেন। শিশুর কানে কোনো সমস্যা দেখা দিলে আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শিশুর কানে পানি ঢুকলে কী করব?

শিশুর কানে পানি ঢুকলে তাকে মাথা কাত করে হালকা হাততালি দিতে বলুন। কখনই কটন বাড ব্যবহার করবেন না। বারবার পানি ঢুকলে ডাক্তারের পরামর্শ নিন।

কানের ইনফেকশন কি ছোঁয়াচে?

না, সাধারণ কানের ইনফেকশন (অটিটিস মিডিয়া) এক শিশু থেকে অন্য শিশুতে ছড়ায় না। তবে এর সৃষ্টিকারী ঠান্ডা-সর্দি ছোঁয়াচে হতে পারে।

কানের ইনফেকশনে কী ধরনের ওষুধ দেয়া হয়?

ডাক্তার সাধারণত ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক দেন। গুরুতর ক্ষেত্রে কানের ড্রপ বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি প্রয়োজন হতে পারে।