
অনকোলজিস্ট(ক্যান্সার বিশেষজ্ঞ)
এঁরা ক্যান্সার রোগের ডাক্তার। যদি কারো শরীরে ক্যান্সার ধরা পরে, তাহলে এই ডাক্তাররা সেই রোগীর চিকিৎসা করেন। ক্যান্সার কিভাবে ছড়াচ্ছে এবং এর ভালো করার জন্য কি কি করা দরকার, সেই ব্যাপারে এঁরা বিশেষভাবে জানেন।

নিউরোলজিস্ট(স্নায়ুরোগ বিশেষজ্ঞ)
এঁরা আমাদের শরীরের স্নায়ু (যেমন হাত, পা, মাথা, মেরুদণ্ড) এবং মস্তিষ্কের ডাক্তার। কারো যদি স্ট্রোক হয়, মাথা ঘোরে, প্যারালাইসিস হয় কিংবা অন্য কোনো স্নায়ুর সমস্যা দেখা দেয়, তাহলে এই ডাক্তাররা চিকিৎসা করেন।

ইএনটি স্পেশালিস্ট(নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ)
এঁদের নাক, কান ও গলার ডাক্তার বলা হয়। যদি কারো কানে কম শোনা যায়, নাকে পলিপ হয়, গলায় ব্যথা থাকে বা টনসিলের সমস্যা হয়, তাহলে এই ডাক্তাররা সেইসব রোগের চিকিৎসা করেন।

কার্ডিওলজিস্ট(হৃদরোগ বিশেষজ্ঞ)
এঁরা হৃদরোগের ডাক্তার। কারো যদি বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, হার্ট দুর্বল হয়ে যায় কিংবা অন্য কোনো হৃদপিণ্ডের সমস্যা হয়, তাহলে এই ডাক্তাররা চিকিৎসা করেন।

অডিওলজিস্ট(শ্রবণ বিশেষজ্ঞ)
এঁরা শ্রবণ বা শোনার সমস্যার ডাক্তার। কারো যদি কানে শোনার সমস্যা হয় বা কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে এই ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করে সেই সমস্যার কারণ বের করেন এবং সমাধান করেন।

সাইকিয়াট্রিস্ট(মানসিক রোগ বিশেষজ্ঞ)
এঁরা মানসিক রোগের ডাক্তার। কারো যদি মন খারাপ থাকে, ঘুম না হয়, অতিরিক্ত চিন্তা হয়, বা অন্য কোনো মানসিক সমস্যা দেখা দেয়, তাহলে এই ডাক্তাররা সেই রোগের চিকিৎসা করেন এবং পরামর্শ দেন।